শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের দাবিতে জুকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ

জেবা আফরোজ: ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকোতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন। কালের কন্ঠ

সোমবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় বিক্ষোভের করেন। প্রায় অর্ধশতাধিক মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এ বিক্ষোভে অংশ নেন।

তারা জুকারবার্গকে উদ্দেশ্য করে উচ্চস্বরে চিৎকার করে স্লোগান দিয়ে বলেন, ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করুন। বিজ্ঞাপনে বেশিরভাগই মিথ্যাচারে ভরা। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘জেগে ওঠো জাক’। এভাবে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। এ ঘটনার মধ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছেন দিনে দিনে ফেসবুকের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে।

মার্ক জুকারবাগ সম্প্রতি জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে বলেন, ফেসবুকে বিপজ্জনক অনলাইন কন্টেন্ট বন্ধ করা অথবা কোনো বক্তব্য ‘আইনসম্মত ও বৈধ’ কিনা সেটি বিচার করা ফেসবুকের মতো কোন প্রতিষ্ঠানের কাজ নয়।

তিনি আরো বলেন, এটি বন্ধে বিভিন্ন রাষ্ট্রকে আরো কঠোর আইন প্রণয়ন করতে হবে। তবে একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে অতিরিক্ত কড়াকড়ি করা হলে সেটি মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হবে।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের জেরে আগে থেকেই সমালোচনা হচ্ছিল। আইনপ্রণেতা থেকে শুরু করে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই সমালোচনা করেছেন ফেসবুকের।

বিক্ষোভকারীরা চান, রাজনৈতিক নেতারা যেন কোনোভাবেই ফেসবুক ব্যবহার করে বিজ্ঞাপন দিতে না পারেন। সেসব আধেয় যেন কোনোভাবেই ফেসবুক গ্রহণ না করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়