শিরোনাম

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরাঙ্গীরচরে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১

সুজন কৈরী : কামরাঙ্গীরচর মুন্সিহাটি এলাকায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টায় ছয়তলা ভবনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভে যায়।

এ সময় গুরুতর আহত আলী আহমদকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯ টায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রীর অভিযোগ, ছয়তলা ভবনটিতে ৫/৬ দিন আগে অবৈধভাবে গ্যাসের সংযোগ দেয়া হয়েছে। সংযোগের প্রথম দিন থেকেই গ্যাস লিক হচ্ছিল এবং গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি বাড়িওয়ালাকে অবগত করা হলেও তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

নিহতের স্ত্রী নুরুন্নাহার আরো জানান, তার স্বামী বিছানা থেকে উঠে টয়লেটের দিকে যায়। এসময় তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান। যখন বুঝতে পারেন আগুন লেগেছে তিনি দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। কিন্তু তার স্বামীর সাথে সাথে বের হতে পারেননি। কিছুক্ষণ পর তিনি উলঙ্গ অবস্থায় বাহিরে বের হয়ে আসেন। তিনি আরো জানান হঠাৎ আগুনের বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ছিটকে পড়ে।

এদিকে এলাকাবাসী আরও অভিযোগ করেন, কামরাঙ্গীরচর এলাকাযর মুন্সিহাটি, নবীনগর, আলিনগর, ঝাউলাহাটি চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ রয়েছে। এসব অবৈধ সংযোগের সাথে স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং তিতাস কর্মকর্তারাও জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, যেকোনো বাড়িতে গ্যাসের সংযোগ দিতে হলে রাস্তা কাটতে হয়, রাস্তা কেটে গ্যাসের সংযোগ দেয়ার জন্য স্থানীয় কাউন্সিলরের অনুমতি নিতে হয়। বাড়িওয়ালার নাম্বারে ফোন করে তাকে পাওয়া যায়নি। সম্পাদনা : আলআমিন ভূঁইয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়