শিরোনাম

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

ইয়াসিন আরাফাত : মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, রা'দ নামে ৬০০ কিলোমিটার দূরবর্তী স্থানে আঘাত আনতে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। আইএসপিআর জানিয়েছে, এর ফলে পাকিস্তান কৌশলগত যুদ্ধের ক্ষমতা বাড়াতে সক্ষম হবে।

আইএসপিআর’র বিবৃতিতে আরও বলা হয়েছে- এ ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাকিস্তানি বিমান বাহিনী সমুদ্র এবং স্থলে হামলা চালাতে পারবে। ক্ষেপণাস্ত্রটিতে অত্যন্ত উন্নতমানের গাইডেন্স এবং নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে খুবই নিখুঁতভাবে হামলা চালাতে পারবে।

পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের মহাপরিচালক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে তার দেশের যুদ্ধক্ষমতা বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়