শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপন থেকে ‘বাংলাদেশ’ শব্দ বাদ দিতে বলল ভারতের সেন্সর বোর্ড

আমাদের সময় : ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) ওপর তৈরি একটি বিজ্ঞাপনচিত্রে বাংলাদেশকে জড়ানোয় তা আটকে দিয়েছে দেশটির সেন্সর বোর্ড।

চলতি বছরের জানুয়ারি থেকেই টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানোর কথা ছিল ওই বিজ্ঞাপনটি। সেজন্য সেন্সরবোর্ডে বিজ্ঞাপনটি জমাও দিয়েছিলেন। ভারতের সেন্সর বোর্ড বিজ্ঞাপন চিত্রটি আটকে দেওয়ায় আর টেলিভিশনে দেখা যায়নি বাংলাদেশবিরোধী ওই বিজ্ঞাপনটি।

পিটিআই’র বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানায়, বিজ্ঞাপনে ব্যবহৃত ‘বাংলাদেশ' শব্দকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিবিএফসি কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার বিজ্ঞাপন নির্মাতা চলচ্চিত্রকার সঙ্ঘমিত্রা চৌধুরীর কাছে এ বিষয়ে একটি নোটিশ পাঠিয়েছে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। যেখানে নির্দেশনা দেওয়া হয়েছে, ওই বিজ্ঞাপনটি থেকে ‘বাংলাদেশ’ শব্দটি বাদ দিতে হবে, না হলে ‘পরিবর্তন’ করতে হবে।

এ বিষয়ে সিবিএফসির আঞ্চলিক কর্মকর্তা পার্থ ঘোষ বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে নষ্ট না হয়, সে বিষয়টি সেন্সর বোর্ড সুনিশ্চিত করতে চায়। আর সে কারণেই গাইডলাইন অনুযায়ী আমরা প্রস্তাব দিয়েছি যে, নাগরিকত্ব আইনে যাই থাকুক বিজ্ঞাপনে বাংলাদেশের বিষয়টি আনা যাবে না।’

এর আগে গত ২৭ ডিসেম্বর ভারতের সেন্সর বোর্ডের কলকাতা কার্যালয়ে বিজ্ঞাপনচিত্রটি জমা দিয়ে চারটি ছাড়পত্র পেতে আবেদন জানান পরিচালক সঙ্ঘমিত্রা চৌধুরী।

এর এক মাস পরই নির্দিষ্ট গাইডলাইন মেনেই ওই বিজ্ঞাপন থেকে বাংলাদেশ অংশটি পরিবর্তন করতে নোটিশ পাঠাল সেন্সরবোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়