শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী পারভেজ হুদভয় যতটা নিজের দেশের ভুল স্বীকার করার সৎসাহস রাখেন, জামায়াতের নেতাকর্মী-সমর্থকদের সেই সৎ সাহসের অভাব আছে

 

মুশফিক ওয়াদুদ :  জামায়াত-শিবির নেতাকর্মী এবং সমর্থকদের একটি বড় অংশের অনলাইন অফলাইনে প্রধান ন্যারেটিভ হলো মুক্তিযুদ্ধ ভুল ছিলো, পাকিস্তানিদের দ্বারা শোষণের কোনো বিষয় ছিলো না, পুরো ঘটনাই ছিলো ষড়যন্ত্র আর আমরা আগেই ভালো ছিলাম। ফেসবুকে এমন বেশ কিছু কমেন্ট দেখেছি। পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানির ঘটনায় একজন আমার একটি পোস্টে কমেন্ট করেছে যে ‘এতো দিন আমাদের পাতিহাঁস পড়ানো হয়েছে যে পাকিস্তান আমাদের সব সম্পদ নিয়ে যেতো’। বিএনপির কিছু সমর্থকদের মধ্যেও এমন কিছু ন্যারেটিভের ব্যবহার দেখি ফেসবুকে। অথচ পাকিস্তানের একজন পরমাণু বিজ্ঞানী পারভেজ হুদভয় বলছেন, পাকিস্তান বাংলাদেশের উপর গণহত্যা চালিয়েছে, বড় ধরনের শোষণের ঘটনা ছিলো এবং পাকিস্তান অন্যায় করেছে। জামায়াতের এমন ন্যারেটিভের প্রধান কারণ মনে হয় একাত্তর সালে দলটি যে মহাভুল করেছিলো সেটা স্বীকার করতে না চাওয়া। কিন্তু আর্থ-সামাজিক সব দিক দিয়েই পাকিস্তান আমলের তুলনায় আমাদের বহু অগ্রগতি হয়েছে ।

এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জামায়াত সমর্থকদের অনলাইন অফলাইনে মুক্তিযুদ্ধ ভুল ছিলো এমন ন্যারেটিভের শেষ লক্ষ্য কী হতে পারে এটা আমি সবসময় ভাবি। ধরেন আমরা বুঝলাম ভুল ছিলো তাহলে এখন কি করার? আমরা কি আবার পাকিস্তানের সঙ্গে ফিরে যাবো? সেটা কি কখনো সম্ভব? দেশের মানুষ কি সেটা কখনো মেনে নেবে? সুতরাং, পলিটিক্যাল কমিউনিকেশনের দৃষ্টিতে জামায়াত এমন একটি ন্যারেটিভ নিয়ে আঁকড়ে ধরে আছে যার সুনির্দিষ্ট কোনো চূড়ান্ত লক্ষ্য নেই এবং দলটিও আসলে লক্ষ্যহীন। সততাও নেই। পরমাণু বিজ্ঞানী পারভেজ হুদভয় যতোটা নিজের দেশের ভুল স্বীকার করার সৎসাহস রাখেন জামায়াতের নেতাকর্মী এবং সমর্থকদের সেই সৎ সাহসের অভাব আছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়