শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাককারী ৫ প্রতারক আটক

সুজন কৈরী : অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ চক্রের ৫ সদস্যকে খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার আটক করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের ইকোনোমিক ক্রাইম স্কোয়াড। আটককৃতরা হলেন- মো. সাকিব হাসান অনিক (২২), মো. মাহমুদুল হাসান (২৮), মো. সায়াহাম ওরফে সাদ (২১), মো. আবুল বাশার ওরফে হৃদয় (২২) ও মো. আসাহাবুর রহমান (২১)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১৫০টি বিভিন্ন কোম্পানীর সিম ও ৪৫টি মোবাইল ফোনসেটসহ একটি বিকাশের ক্যাশ আউট রেজিস্টার জব্দ করা হয়।

এছাড়া আটকদের মধ্যে তিনজনের কাছে ইয়াবা পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় মাদক মামলা হয়েছে। বাকি দুজনকে সিআইডির প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিআইডির ইকোমিক ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ৭৬ হাজার ৫০০ টাকা প্রতারণার শিকার হয়ে মো. রাসেল সিকদার নামের একজন ভুক্তভোগী রাজধানীর চকবাজার থানায় মামলা করেন। ওই মামলার তদন্তভার সিআইডি গ্রহন করে। এরপর তদন্তকালে প্রতারক চক্রটির খোঁজ পাওয়া যায়। এর আগে অতি সম্প্রতি এ চক্রের আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তথ্য পাওয়ার পরই এই পাঁচজনকে আটক করা হয়েছে। চক্রটি সারাদেশেই প্রতারণা চালাচ্ছিলো। চক্রটির মূল উৎপাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মামলা তদন্তাধীন রয়েছে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে তিনজনের সায়াহাম, আবুল বাশার ও আসাহাবুরের দেহ তল্লাশি করে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনায় খালিশপুর থানা পুলিশ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠায়। পরে তিনজনকে শ্যোন এরেস্ট দেখিয়ে প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।

অভিযানের নেতৃত্ব দানকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, তদন্তকালে জানা যায়, প্রতারক চক্রটি প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে ইমো, ফেসবুক, হোয়াট্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে। এরপর টার্গেট ব্যক্তির নিকটাত্মীয়দের বিপদের কথা বলে টাকা চেয়ে বিকাশ নম্বর দেয়। এভাবেই প্রতারকরা জনসাধারণকে ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়