শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের সুযোগ দিতেই মাহমুদউল্লাহকে বাদ দেয়া হয়, বললেন কোচ ডোমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক : গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ৪৯ টেস্ট খেলা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও গুঞ্জন মাহমুদউল্লাহকে আসলে বাদ দেওয়া হয়েছে টেস্ট দল থেকে।

কোচ রাসেল ডমিঙ্গোও কিন্তু মাহমুদউল্লাহকে জিম্বাবুয়ের বিপক্ষে না রাখার ব্যাপারে বিশ্রাম কথাটা বলছেন না। বরং তরুণদের সুযোগ দিতেই তাকে বাদ দেওয়া। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন দক্ষিণ আফ্রিকান কোচ ডমিঙ্গো।

টাইগাররা পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলে ফেরার পরই গুঞ্জন ছিলো টেস্ট দলে জায়গা হারাচ্ছেন মাহমুদউল্লাহ। এমনকি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে টেস্ট থেকে অবসর নেওয়ার পরামর্শও নাকি দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে। যিনি দিয়েছেন তিনি কোচ রাসেল ডমিঙ্গো বলে জানা যায়।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণার দিন তো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে এ নিয়ে প্রশ্নও শুনতে হয়েছে। জবাবে তিনি এমন গুঞ্জন উড়িয়ে দেন।

তবে ক্রিকবাজকে ডমিঙ্গো যা বলছেন তাতে স্পষ্ট, মাহমুদউল্লাহ তার টেস্ট পরিকল্পনায় নেই। দীর্ঘ এক সাক্ষাৎকারে মাহমুদউল্লাহকে বাদ দেওয়া প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, এটা সহজ সিদ্ধান্ত ছিল না। এটা এমন একটা সিদ্ধান্ত যা অনেক ভেবে চিন্তে নেওয়া হয়েছে। কারণ, দীর্ঘ সময় ধরে সব ফরম্যাটেই তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। খেলোয়াড়রা যেটা অর্জন করেছে সেটাকে আপনাকে সম্মান করতে হবে।

কিন্তু এই সময়ে আমার নজর লিটন, মিঠুন, শান্তদের মতো তরুণদের নিয়ে নতুন সেট তৈরি করা এবং তাদের দিয়ে পারফর্ম করানো। কারণ আপনি মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক এবং তামিমদের ওপর পরবর্তী ১০ বছর নির্ভর করতে পারবেন না। তরুণদের এখন পারফর্ম করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়