শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেহারা কালো হওয়ায় ‘বানর’ ডাক শুনে মাঠ ছাড়লেন আফ্রিকান ফুটবলার মুসা

রাকিব উদ্দীন : ইউরোপিয়ান ফুটবলে বর্ণবাদ নতুন কোনো বিষয় নয়। এ ব্যাপারে ফুটবল কর্তৃপক্ষগুলো অনেক উদ্যোগ নিলেও থামছে না বর্ণবাদ। গত রোববার পর্তুগিজ লিগে পোর্তো ফরোয়ার্ড মুসা মারেগা শিকার হয়েছে বর্ণবাদের। প্রতিপক্ষের মাঠে জয়সূচক গোল করার পরেও বর্ণবাদমূলক শব্দ শুনে মাঠ ছাড়লেন এ ফরোয়ার্ড।

পর্তুগিজ লিগে সাবেক ক্লাব ভিক্টোরিয়া ডি গুমারেসের বিপক্ষে খেলতে নেমে ৬০ মিনিটে গোলের দেখা পান মুসা মারেগা। গোল করার পরই প্রতিপক্ষ সমর্থকদের থেকে ‘বানর’ আওয়াজ আসতে থাকে। যদিও পোর্তো ফুটবলাররা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু ভিক্টোরিয়া সমর্থকদের অনবরত বর্ণবাদমূলক শব্দে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো তাকে। অথচ ২০১৬-১৭ মৌসুমে ভিক্টোরিয়া ক্লাব থেকেই লোনে পোর্তোতে পাড়ি জমিয়েছিলেন তিনি।

এ ব্যাপারে মুসা মারেগা বলেন, ‘আমি খুব খারাপ অনুভব করছিলাম। এটি খুবই বিরক্তকর ও অপমানজনক ছিলো, যা আমাকে প্রভাবিত করেছে। অনুশীলন করতে মাঠে নামার পরেই এটি (বর্ণবাদমূলক শব্দ) শুরু হয়েছিলো। যদিও তখন মাত্র তিনজন লোক ছিলো। তারা আমাকে ‘বানর’ বলে সম্বোধন করছিলো। মাত্র তিনজন লোক থাকায় আমি ভেবেছি এটি বিশ্বে হয়ে থাকে। কিন্তু যখন পুরো স্টেডিয়াম থেকে বানর বলে সম্বোধন করা হচ্ছিলো তখন মাঠে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছিলো।’

৬৯ মিনিটে বর্ণবাদমূলক শব্দ মেনে নিতে না পেরে হতাশ হয়ে মাঠ ছাড়েন মুসা মারেগা। ফরাসি রেডিও স্টেশন আরএমসিএকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন দর্শকদের থেকে বর্ণবাদমূলক শব্দ উচ্চারিত হবে, বানর বলে সম্বোধন করা হবে, গায়ের রং নিয়ে অপমান করা হবে তখন মাঠে খেলা অসম্ভব হয়ে পড়ে।’

পর্তুগিজ পুলিশ এ ব্যাপারে খতিয়ে দেখবে বলে জানিয়েছে। এছাড়া বর্ণবাদমূলক আচরনের সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়