শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম কোনো ফুটবলার হিসেবে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মেসি

রাকিব উদ্দীন : বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ লরিয়াস পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। যদিও এর আগে পাঁচবার মনোনীত হয়েছেন পুরস্কারটির জন্য। তবে কপাল খুলেছে ষষ্ঠবারের দেখায়। কার রেসিং তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি পান বার্সেলোনার এ তারকা ফরেয়ার্ড।

জার্মানির বার্লিন শহরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে লরিয়াস পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এদিকে অ্যাওয়ার্ডটির ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে নির্বাচিত হয়েছে বর্ষসেরা ক্রীড়াবিদ। ফর্মুলা ওয়ান তারকা হ্যামিল্টন ও মেসি, দুজনেই সমানসংখ্যক ভোট পেয়ে ‘বেস্ট স্পোর্টসম্যান অব দ্য ইয়ার’ হন।

গত বছর লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। তার উত্তরসূরি হতে ৩২ বছর বয়সী বার্সেলোনা অধিনায়ক পেছনে ফেলেন টেনিস তারকা রাফায়েল নাদাল, ম্যারাথনার এলিদু কিপচোগে ও কিংবদন্তি গলফার টাইগার উডসের মতো তারকাদের।

প্রসঙ্গত, গত বছরে স্প্যানিশ ক্লাব বার্সার হয়ে লা লিগার শিরোপা জেতেন মেসি। লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জয়ের পাশাপাশি জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু। এরপর ফিফা দ্য বেস্ট এবং রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার নিজের করে নেন মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়