শিরোনাম

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাবর্তনের আমন্ত্রণ না পাওয়ায় পশ্চিমবঙ্গে উপাচার্যকে কারণ দর্শাতে বলেছেন রাজ্যপাল

সিরাজুল ইসলাম: পশ্চিমবঙ্গের কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার এ নোটিশ দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এনডিটিভি

রাজ্যপাল টুইটে বলেন, সমাবর্তনে সভাপতিত্ব করার অধিকার রয়েছে তার। কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা সেখানে আমন্ত্রিত হয়েছেন। এই শোকজ নোটিশ নিয়ে কোনও কথা বলতে চাননি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ওই উপাচার্যের পাশে দাঁড়িয়েছে রাজ্যের ভাইস চ্যান্সেলরদের সংগঠন। সোমবার তারা জানিয়ে দিয়েছেন, উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় নতুন নিয়ম মেনেই সব কিছু করেছেন। এক বিবৃতিতে সংগঠনের পক্ষে জানানো হয়, প্রাথমিকভাবে সমাবর্তনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জানানোর পরও উপাচার্য রাজ ভবনের সাড়া পাননি ওই উপাচার্য। ফলে তার উপস্থিতি ছাড়াই তিনি অনুষ্ঠানের পরিকল্পনা করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ৯ ডিসেম্বর রাজ্য সরকার নতুন নিয়ম করেছে। এতে কোনও ভাইস চ্যান্সেলর বা প্রো-ভাইস চ্যান্সেলরকে শো কজ করতে গেলে কিংবা কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আচার্যের সঙ্গে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ করতে হলে তা করতে হবে উচ্চ শিক্ষা দফতরের মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়