শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের কাছে টেস্টে হার কোনো দুর্ঘটনা নয়, বললেন তাইজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : গত বছর আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হেরেছিলো টাইগাররা। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৫১ রানে পরাজিত হয় বাংলাদেশ। ফলে সিরিজ জিততে ব্যর্থ হয় তারা। তবে এই হারকে দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তার মতে ভালো খেলেই সেই ম্যাচে জয় তুলে নিয়েছিল সফরকারীরা।

হ্যামিল্টন মাসাকাদজাদের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২১৮ রানে জিম্বাবুয়েকে পরাজিত করে সিরিজটি ড্র করে তারা। আবারও সেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে তাইজুল বলেন, 'আমি এটাকে (জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হার) দুর্ঘটনা বলবো না। দুর্ঘটনা আলাদা জিনিস। আমরা আসলে খারাপ খেলেছি তাই হেরেছি। এরপরের ম্যাচে হয়তো আমরা ভালো খেলেছি তাই জিতেছি। এখানে দুর্ঘটনার কিছু নেই। ক্রিকেটে ভালো খেলতে হবে। ভালো না খেললে হারাটাই স্বাভাবিক।'

জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে হারলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তাইজুল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ১১ উইকেট শিকার করেন তিনি। এরপর দ্বিতীয় টেস্টে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হন ২৮ বছর বয়সী এই স্পিনার।

আগামী ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে ক্রেইগ আরভিনদের মুখোমুখি হবে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। পরপর তিন টেস্টে ইনিংস ব্যবধানে হেরে বেশ ক্ষত তৈরি হয়েছে বাংলাদেশ টেস্ট দলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়