শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলের অনুশীলনে সালাহউদ্দিনকে নিয়ে নান্নুর আপত্তি

নিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনে রাসেল ডোমিঙ্গোর সাথে দাঁড়িয়ে তামিম-মুমিনুলদের ব্যাটিং টেকনিক শিখিয়ে দিচ্ছিলেন সালাহউদ্দিন। প্রধান কোচ বিষয়টি সঠিকভাবে নিলেও এটি নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

দলীয় অনুশীলনের পাশাপাশি ব্যক্তিগত মেন্টর নিয়ে অনুশীলনের বিষয়টি নতুন নয়। বিশ্ব ক্রিকেটে প্রচলিত আছে নিয়মটি। এক্ষেত্রে প্রধান কোচের অনুমতি নিতে হয়। সালাহউদ্দিন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর অনুমতি নিয়েই কাজটি করছিলেন। কিন্তু জিনিসটা ভালো লাগেনি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর।

গত রোববার জাতীয় দল নির্বাচনী সভায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, সিইও নিজামউদ্দিন চৌধুরী, নির্বাচক হাবিবুল বাশার, মিনহাজুল নান্নু ও আকরাম দল নিয়ে কথা বলছিলেন। সিরিয়াস মুহূর্তেই কিনা সালাউদ্দিনের মাঠে থাকা নিয়ে আপত্তি তোলেন তিনি। প্রধান নির্বাচকের অভিযোগ শুনে আকরাম চুপ থাকলেও প্রধান কোচ ডমিঙ্গো প্রতিবাদ জানান।

তবে এ ব্যাপারে ডোমিঙ্গো বলেন, ‘আমার কোনো সমস্যা হচ্ছে না, আপনার সমস্যা কী। সে তো ভালো কাজই করছে। খেলোয়াড়দের টিপস দিচ্ছে। বিপিএলে তামিম, মুমিনুল তো সালাউদ্দিনের দলেই খেলেছে।’ কোচের প্রতিবাদের মুখে আর কথা বাড়াননি নান্নু। অবশ্য নান্নুর অভিযোগ নিয়ে আকরামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অনেকেই ব্যক্তিগত কোচের সঙ্গে কাজ করে। সালাউদ্দিনের মাঠে আসায় কোনো সমস্যা দেখি না। কোনো খেলোয়াড় তার মেন্টরকে নিয়ে কাজ করতেই পারে।’

নাম গোপন রাখার শর্তে এ ব্যাপারে একজন ক্রিকেটার বলেন, ‘নান্নু ভাইয়ের তো সালাউদ্দিনকে হিংসে করার কিছু নেই। সালাউদ্দিন কোচ, আর তিনি নির্বাচক। কোচদের আপত্তি নেই, উল্টো সালাউদ্দিনের কাছ থেকে ডমিঙ্গো অনেক কিছুই জানার চেষ্টা করেছেন। আসলে নান্নু ভাই সব সময় পেছনে কথা বলতে পছন্দ করেন। আমাদের সামনে তো কিছু বলতে পারেন না। উনার বোঝা উচিত ছিল, এটা অফিসিয়াল প্র্যাকটিস না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়