শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় স্বামীর পালক পিতা (শ্বশুর) বিপ্লব দাস (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বিপ্লব দাস ভেড়ামারা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত: মনোরঞ্জন দাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ মে রাত ১১টায় ওই গৃহবধূর স্বামী কুমার বিশ্বাসের অবর্তমানে কুমার বিশ্বাসের সম্পর্কে পালক পিতা বিপ্লব দাস ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ লোকলজ্জার ভয়ে ভীত হয়ে পড়ে। পরদিন (২২মে) দুপুর ১২টায় আসামি বিপ্লব দাস গৃহবধূকে তার পিত্রালয় ঝিনাইদহ জেলার শৈলকুপায় পৌছে দেয়ার কথা বলে গাড়ি উঠে ঢাকার নবী নগর এলাকাস্থ আসামির এক আত্মীয়র বাসাতে ১৫দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

পরে সুযোগ বুঝে ওই গৃহবধূ পালিয়ে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর মা ঝিনাইদহ জেলার বাসিন্দা বুলবুলি রানী বিশ্বাস আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৭নভেম্বর আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০র দ:বি: ৯(১) ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী (পিপি) এ্যাড. আব্দুল হালিম জানান, ভেড়ামারা থানার ওই গৃহবধূ ধর্ষণ মামলার একমাত্র আসামি বিপ্লব দাস প্রতারণা করে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ স্বাক্ষ্য শুনানীতে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তার যাবজ্জীবন কারাদণ্ড সাজার আদেশ দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়