শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিকআপে মিললো ৩৬ কেজি গাঁজা,গ্রেপ্তার ২

মাসুদ আলম : মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর বাড্ডা থানার প্রগতি স্বরণীর কেএসডি ট্রেডিং এন্ড কোম্পানীর সামনের সড়কে এ অভিযান চালিয়েছে র‌্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলো- শরিফুল ইসলাম ও মাইনুদ্দিন ওরফে আবন। এসময় নগদ ৮ হাজার ২২০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো.কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলাম পেশায় একজন পিকআপ চালক। সে ইতিপূর্বে এলাকায় ইজিবাইক চালাতো। পরবর্তীতে সে কুমিল্লা জেলার জনৈক এক মাদক ব্যবসায়ীর মাধ্যমে মাদক ব্যবসায়ে জড়িত হয়। মাদক ব্যবসার কাজে ব্যবহারের জন্য সে জব্দকৃত পিকআপটি কিনেছে করে। গাঁজার চালানটি নারায়নগঞ্জ থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসছিলো। সে ইতিপূর্বে ১০/১২ টি মাদকের চালান রাজধানী ঢাকা ও গাজীপুরে নিয়ে এসেছে বলে স্বীকার করে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৪৫ হাজার টাকা করে দিতো। মাইনুদ্দিন ট্রেইলার্সের কাজ করে। ট্রেইলার্সের কাজের পাশাপাশি সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

সে শরিফুলের সহযোগী হিসেবে কাজ করে। সে ইতিপূর্বে ৮/১০ টি মাদকের চালান রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় নিয়ে এসেছে বলে স্বীকার করে। চালান তাকে ২০ হাজার টাকা করে দিতো। তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে গাঁজা নিয়ে আসতো। পরবর্তীতে গাঁজার চালানগুলো পিকআপে করে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়। গ্রেপ্তারকৃতদের গ্রামের বাড়ি কুমিল্লায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়