শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার থেকে ঢাকায় ফিরেই ক্যাম্পে মুশফিক-মুস্তাফিজরা

নিজস্ব প্রতিবেদক : গতকাল শেষ হয়েছে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড। কক্সবাজারে অনুষ্ঠিত এই রাউন্ড শেষ করে আজ ঢাকায় ফিরছেন মুশফিক-মুস্তাফিজরা। আজ দুপুর দেড়টায় দুপুর দেড়টায় ক্যাম্পে যোগ দেবেন তারা। এর আগে ব্যক্তিগতভাবে অন্যান্য ক্রিকেটাররা অনুশীলন করলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতীয় দলের অনুশীলন।

মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ছাড়াও যোগ দিবেন মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী রাব্বী, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও হাসান মাহমুদ।

তামিম ইকবাল ও মুমিনুল হক নিজ উদ্যোগে আগেই অনুশীলন শুরু করেছেন। তাদের অনুশীলনের পাশেই ছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। মিঠুন ব্যাটিং শুরু না করলেও রানিং, জগিং ও জিম সেশন চালিয়েছেন। আজ থেকে শুরু হবে তাদের ছক কাটা অনুশীলন।

২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলায় শুরু হবে সফরকারীদের বিপক্ষে একমাত্র টেস্ট।

১৬ সদস্যের বাংলাদেশ দল : মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়