শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে সরিষার আবাদে ফলন কম, লোকসানের আশঙ্কা

জাহিদুল হক, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঘন কুয়াশায় ব্যাহত হয়েছে সরিষার আবাদ। চলতি বছর ঘন কুয়াশা ও বৃষ্টির ফলে সরিষার ফুলে পচন ও রোগ বালাই দেখা দেয়। ফলে এ মৌসুমে সরিষার ফলন কম হওয়ার আশঙ্কা করছেন চাষীরা। বেশি শীতে সরিষার ফলন ভাল হলেও অতিরিক্ত কুয়াশা ও বৃষ্টির ফলে ফলন ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন তারা।

কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত বছর ৩৫ হাজার ৬৭৪ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। ৩৬ হাজার ১২০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। চলতি বছর ৩৬ হাজার ৭৬৮ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। ৩৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে এ বছর সরিষার আবাদ করা হয়েছে।

চাষীরা জানান, এ মৌসুমে ঘন কুয়াশা ও অনাকাঙ্খিত বৃষ্টিতে সরিষার ফুলে পচন ধরে। ফুলে বিভিন্ন রোগ বালাই হওয়ায় সরিষার দানা ছোট হয়ে গেছে। এতে করে সরিষার ফলন কম হয়েছে। ফলন কম হওয়ায় এ বছর বেশিরভাগ চাষীরা লোকসানে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আবু মো. এনায়েত উল্লাহ বলেন, সরিষার জমিতে পানি জমে থাকলে আবাদ ক্ষতিগ্রস্থ হয়। এবার অতি বৃষ্টিতে ফলন কম হওয়ার আশঙ্কা ছিল। তবেমাঠে বৃষ্টির তেমন প্রভাব পড়েনি। দেশী সরিষার ফলন কিছুটা কম হলেও বাকি জাতের সরিষার ভাল ফলন হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়