শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে দগ্ধ আরো একজনের মৃত্যু

মোস্তাফিজুর রহমান ও হ্যাপি আক্তার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের ৮জনের মধ্যে কিরণ মিয়া (৪৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২জনে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে তার মৃত্যু হয়। তার শরীরের ৭০শতাংশ দগ্ধ ছিলো।

দুই শিশুসহ দগ্ধ অন্য ৬জন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- মো. আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), মো. কাওসার (১৬), মুক্তা (২০), লিমা (৩) ও আপন (১০)।

সোমরার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মারাযায় মৃত কিরনের মাতা নুর জাহান বেগম তার শরিরে ৯৯% শতাংশ,দগ্ধ ছিলো।

এর আগে ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সাইনবোর্ড এলাকায় সাহেবপাড়া ফারুকের বাড়ির চারতলা ভবনের নিচতলায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হন।

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সাহেবপাড়া ফারুকের বাড়ির ৪তলা ভবনের নিচতলায় হঠাৎ গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনে একই পরিবারের শিশুসহ ৮জন দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। তবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনের লিকেজ ছিলো। এতে কেউ সিগারেট ধরালে তা বিস্ফোরণ ঘটে এ ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়