শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯ ফেব্রুয়ারি রাজকুটিরে সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা

জেবা আফরোজ : গত বছরের ৬ ডিসেম্বর চুপিসাড়ে বিয়ে সেরে নেন এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা ও ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। তাদের বিয়ে নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হলেও দাম্পত্য জীবন বেশ ভালোই যাচ্ছে।

ঘরোয়া আয়োজনে সাদামাটা ভাবে দুই পরিবারের উপস্থিতিতে সৃজিতের দক্ষিণ কলকাতার বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। এখনো কোনো আনুষ্ঠানিকতা হয়নি। বিয়ের পরদিনই হানিমুন করতে সৃজিত-মিথিলা গিয়েছিলেন সুইজারল্যান্ড। দুই পরিবারের আসা যাওয়া হয়েছে ঠিকই কিন্তু তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়নি।

অবশেষে, আগামী ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৃজিতের রাজকুটিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এ নিয়ে বিশাল আয়োজন হতে যাচ্ছে সৃজিতের বাড়িতে। এরইমধ্যে নিমন্ত্রণপত্র ছাপা হয়ে গেছে। সেই নিমন্ত্রণপত্রের শিরোনাম দেয়া হয়েছে, বসন্ত এসে গেছে।

নিমন্ত্রণপত্রের শুরুতে লেখা- ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।’

নিমন্ত্রণপত্রে আরো লেখা, ‘পৃথিবীর সব উৎসবের ইতিহাসই আসলে বন্ধুবান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভুরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, ‘রিসেপশন’। তার ব্যবস্থা হয়ে গেছে।’
সবশেষ লিখা হয়েছে, ‘আমাদের খুনসুটি আর ঝগড়াঝাঁটির জীবন আড্ডা দিয়ে জমজমাটি করে তুলতে আসবেন কিন্তু। নমস্কারান্তে- সৃজিত কমিশন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়