শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল আমিনের নেতৃত্বে আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবেন আকবর আলীরা

শিউলী আক্তার : আগামী ২২ ফেব্রুয়ারি জিম্বুবায়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচে আজ (১৮ ফেব্রুয়ারি) বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এই ম্যাচের জন্য বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছে আল আমিন হোসেন জুনিয়রকে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ছয় ক্রিকেটারকে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

যুব দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও দলে রয়েছেন মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন ইমন। বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা।

এদিকে এরই মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

টেস্টের পর আগামী ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর ৯ ও ১১ মার্চ শের-ই বাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়