ইয়াসিন আরাফাত : সম্প্রতি হিমালয়ের দুর্গম জায়গাতে ভারতীয় এক সেনা কর্মকর্তার করা ভিডিওতে ধরা পরে এক সাধুর ধ্যান করার মুহূর্ত। যখন ভিডিওটি করা হয় তখন ওই জায়গার তাপমাত্রা ছিলো মাইনাস ৪৫ ডিগ্রি। কোলকাতা ২৪
ভিডিওতে দেখা যায়, চারিদিকে বরফের মধ্যে স্বল্পবস্ত্রে ধ্যান করছেন এক সাধু। তার পাশেই রয়েছে একটি কুকুর। একটু পরেই ওই ভিডিওতে এক সেনা জওয়ানকে দেখা যায়। তখনই ওই সাধু জায়গা ছেড়ে অন্য দিকে চলে গিয়েছিলেন।
ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হিমালয়ের দুর্গম জায়গাতে ওই সাধুকে দেখে অবাক হয়ে ভিডিও করতে শুরু করেছিলেন ওই সেনা কর্মকর্তা।ভারতীয় সেনা সদস্যদের গাড়িটি তার দিকে এগিয়ে গেলে বিরক্ত হয়ে ধ্যান ভঙ্গ করে অন্যত্র চলে যান। যাওয়ার সময়ে জয় শ্রীরাম বলতে বলতে এগিয়ে যান তিনি।