শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

জিয়া উদ্দিন, আমতলী (বরগুনা) প্রতিনিধি:  “তথ্যই শক্তি, আপনারা (জনগন) সঠিক তথ্য দিলে সব ধরনের অপরাধ কমে যাবে”।“পুলিশ চাইলে সবই পারে, যদি আপনারা (জনগন) সহযোগিতা করেন” উপরোক্ত কথাগুলো বলেছেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) “অপরাধ দমন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে জনসচেতনতা মূলক কমিউনিটি পুলিশিং সভায়।

আজ (১৭ ফেব্রুয়ারী) সোমবার বিকাল ৪ ঘটিকায় বরগুনার আমতলী উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ও আমতলী থানার আয়োজনে তিনটি (আমতলী, তালতলী ও কলাপাড়া) উপজেলার সিমান্তবর্তী এলাকা উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে “অপরাধ দমন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে জনসচেতনতা মূলক সভা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ মইনুল হাসান (পিপিএম)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল হাসান, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, বরগুনা পৌর মেয়র মোঃ শাহাদাৎ হোসেন, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, হারুন অর রশিদ, হুমায়ূন কবির কেরামত, আবুল হোসেন বাদশা তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন আলী, সহকারী পুলিশ সুপার (আমতলী- তালতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম, আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার, বেতাগী থানার ওসি মোঃ কামরুজ্জামান, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদ, তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ প্রমুখ।
বিশেষ অতিথি পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ মইনুল হাসান (পিপিএম) বলেন, সকল প্রকার অপরাধ দমনে আপনারা (জনগন) আমাদের সহযোগিতা করুন। মাদক নিয়ন্ত্রনে আমাদের তথ্য দিন। আমাদের তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা করলে অপরাধ দমনে আমরা কার্যকরী পদক্ষেপ নিতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়