মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ী করাতিটোলা সামির
(১৮) নামে এক যুবক স্বামীর নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যায় করাতিটোলা নিজ বাসার ৭তালায় ছাদেরগেট সংলগ্ন গ্রিলের সাথে ডিসের তার দিয়ে সবার অগচরে ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই তানভীর জানান আসলে কি কারনে কেন ফাঁস দিয়েছে জানতে পারিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
মৃত সামীর৫৩/১ করাতিটোলা যাত্রাবাড়ীর সোলাইমানের ছেলে। সম্পাদনা : তৌহিদ এলাহী