শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিপন্য প্রক্রিয়াজাতকরণের দুটি কেন্দ্র স্থাপিত হচ্ছে

স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলাতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী স¤প্রদায়ের জীবনমান উন্নয়নে দেশে প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

জানা যায়, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে সিঙ্গুর পুঞ্জি এলাকায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিপন্য প্রক্রিয়াজাতকরন কেন্দ্র’ - ০১ ও জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই এলাকায় এক কোটি দুই লক্ষ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিপন্য প্রক্রিয়াজাতকরন কেন্দ্র’ -০২ স্থাপনের জন্য প্রস্তাবিত প্রকল্প গ্রহনের কাজ শুরু হয়েছে।

এ লক্ষে ১৭ ফেব্রুয়ারি সোমবার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস্ এন্ড টেকনোলজিস্ লিঃ এর সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী স¤প্রদায় সমূহের জীবনমান উন্নয়ন, নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও বিপনন ব্যবস্থার উন্নয়নে উৎপাদক ও ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সিঙ্গুর, ইছলাছড়া আমছড়ি পুঞ্জির ক্ষুদ্র নৃ-গোষ্টীর ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর আগে রবিবার জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পুঞ্জির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী স¤প্রদায়ের ৬০ জন সহ কমলাচাষীরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সিরাজ নগর চা-বাগান ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস্ এন্ড টেকনোলজিস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক ও এগ্রো ইকোসিষ্টেম উন্নয়ন বিশেষজ্ঞ আহমদ ওয়াসিমূল বারী, ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস্ এন্ড টেকনোলজিস্ লিঃ এর চেয়ারপার্সন ও বাপমা’র সহ-সভাপতি কাজী গোলাম আলী সুমন, বাণিজ্য মন্ত্রনালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী সমন্বয়ক কাজী মোঃ আনিসুর রহমান খান।

সভায় বক্তারা বলেন, বিভিন্ন কৃষিজাত পণ্যে নিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপননে প্রস্তাবিত কৃষিপন্য প্রক্রিয়াজাতকরন কেন্দ্র স্থাপনের সফলতা কামনা করে উক্ত প্রক্রিয়াজাতকরন কেন্দ্র দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়