শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, আশা করছি চমৎকার শুমারি উপহার দিতে পারবো, বললেন বিবিএস সচিব

সাইদ রিপন: সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘জনশুমারি ও গৃহণনা-২০২১’ প্রকল্প ঢাকা বিভাগে সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিবিএস সচিব বলেন, এবার জনশুমারি চমৎকার হবে। বিদেশে কতজন বাংলাদেশী আছে, দেশে কতজন বিদেশি আছে সবাইকে গণনা করা হবে। সফল শুমারি করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদার বলেন, খানা তালিকা প্রস্তুতের জন্য প্রথমবারের মতো মূল শুমারির পূর্বে লিস্টিং অপারেশন পরিচালনা করা হবে এবং প্রতিটি খানার জন্য একটা ইউনিক হাউজহোল্ড আইডি দেয়া হবে। শুমারির কভারেজ বৃদ্ধির জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকী অর্থাৎ ১৭ মার্চ থেকে রাজধানীসহ সারাদেশে ৬৪টি জেলায় ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ক্ষণগণনা শুরু করা হবে। দেশব্যাপী শুমারির মূল গণনা কার্যক্রম ২ থেকে ৮ জানুয়ারি ২০২১ পর্যন্ত সাতদিন পরিচালিত হবে। ষষ্ঠ জনশুমারিতে কেউ বাদ যাবে না।

তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার উদ্দেশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১ সালের ১৭ মার্চ রাত ১২টাকে শুমারি মুহূর্ত ধরে পরবর্তী সাতদিন জনশুমারি ও গৃহগণনা করা হবে। ২০২১ এর মাঠ পর্যায়ে মূল শুমারির তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার ৩৬৫ দিনের কাউন্ট ডাউন শুরু করা হবে। প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৭৬১ কোটি ৭৯ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়