শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসুমের পর শফিউলের ব্যাটিং দৃঢ়তায় বিসিএলের ফাইনালে দক্ষিণাঞ্চল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডের শেষদিনে দারুণ রোমাঞ্চ উপহার দিয়েছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। প্রতিপক্ষকে বোনাস পয়েন্ট বঞ্চিত করতে গিয়ে একটু চালাকি করে ধরা খেতে বসেছিলো আবদুর রাজ্জাকরা। নাইটওয়াচম্যান হিসেবে নামা নাসুমের পর বোলার শফিউরেল ব্যাটে ভর করে হারতে হারতে ড্র করে মাঠ ছেড়ে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণাঞ্চল।

কক্সবাজারের শেখ কামালের স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানে ইনিংস ঘোষণা করেছিলো দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৩৮৫ রান করে মধ্যাঞ্চল। ফলে ৫০৭ রানের লক্ষ্য পেয়েছিলো দক্ষিণাঞ্চল। ৪ উইকেটে ১৫৯ রানে শেষদিন শুরু করে শামসুর-নাসুম জুটি। প্রথম সেশন কোনো ঝামেলা ছাড়াই পার করে এ দুজন। দলকে ২৯০ রানে নিয়ে ফেরেন শামসুর (১৩৩)। মাঝে নুরুল হাসান মেহেদী হাসান ফিরলে ম্যাচে একটু নাটক শুরু হয়।

শেষ ঘণ্টায় ৪ রানের মধ্যে নাসুম (৮৫) ও অধিনায়ক রাজ্জাক (৪) ফিরে গেলে জমে উঠে ম্যাচ। দিনের বাকি সময়ে শফিউল ও ফরহাদ রেজার জুটিটা ভাঙলেই ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলত মধ্যাঞ্চলই। এমতাবস্থায় ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা শেষ উইকেটের এ জুটি। ৫৮ বলের জুটিতে ভর করেই হার এড়িয়েছে দক্ষিণাঞ্চল। শফিউল ২৬ বলে ১ এবং ফরহাদ ৯১ বলে ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়