শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকংয়ে অস্ত্রশস্ত্র নিয়ে শত শত টয়লেট টিস্যু রোল লুটে নিলো দুর্বৃত্তরা

সিরাজুল ইসলাম: ছুরি হাতে কয়েক ব্যক্তি মং কক জেলায় একটি সুপারমার্কেটের বাইরে এক সরবরাহকারীর কাছ থেকে এগুলো নিয়ে যায়। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। বিবিসি

পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। চুরি হওয়া টয়েলেট টিস্যুর কয়েকটি উদ্ধার করা হয়েছে। মং কক এলাকায় ‘ট্রায়োড’ বা সশস্ত্র গ্যাং থাকার ইতিহাস রয়েছে।

অ্যাপলের ডেইলি রিপোর্টে বলা হয়েছে, ৬০০ টয়েলেট টিস্যুর রোল চুরি হয়েছে। এগুলোর দাম ১ হাজার ৬৯৫ হংকং ডলার বা ২১৮ মার্কিন ডলার।

শহরটিতে টয়েলেট টিস্যুর মজুদ ব্যাপক হারে কমে গেছে। নতুন সরবরাহ আসার সঙ্গে সঙ্গে এগুলো নেয়ার জন্য দীর্ঘ লাইনে দাড়াতে হয়। করোনা ভাইরাসের কারণে টয়লেট টিস্যুর স্বল্পতা রয়েছে। যদিও সরকার নিশ্চয়েতা দিয়েছে, ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরবরাহ বাধাগ্রস্ত হয়নি। তারপরও অনেকে টয়েলেট টিস্যু মজুদ করতে শুরু করে।

মাস্ক, হাত পরিষ্কার করার দ্রব্য বা হ্যান্ড স্যানিটাইজার পাওয়োটা রীতিমত দুষ্কর হয়ে পড়েছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচানোর চেষ্টার অংশ হিসেবে এগুলো আগেই কিনে ফেলেছে অনেকে।

কর্তৃপক্ষ অস্বাভাবিক কেনাকাটার জন্য অনলাইনে ছড়িয়ে পড়া গুজবকে দোষারোপ করছে সরকার। খাদ্য এবং গৃহস্থালির পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয়।

সিঙ্গাপুরেও টয়লেট টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের মতো পণ্যগুলো অস্বাভাবিক হারে কয় করার খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়