শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে শ্রেষ্ঠ হলেন ডিএমপির যেসব কর্মকর্তা

ইসমাঈল হুসাইন ইমু : সোমবার বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে গত মাসের (জানুয়ারি) মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার।

জানুয়ারি মাসে ডিএমপির আট ক্রাইম বিভাগের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছে লালবাগ ও তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন মো. ইলিয়াছ হোসেন সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ী থানা।

ডিএমপির গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে গোয়েন্দা-দক্ষিণ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম সহকারী পুলিশ কমিশনার, অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-উত্তর বিভাগ, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম মো. মুজিব আহম্মেদ পাটওয়ারী, সহকারী পুলিশ কমিশনার, গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-পশ্চিম, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম যৌথভাবে নাজমুল হাসান ফিরোজ, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-পূর্ব ও মো. সাইফুর রহমান আজাদ, সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী জোনাল টিম, ডিবি-দক্ষিণ বিভাগ, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম শাহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-উত্তর বিভাগ ও অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম মো. আহসান খান, সহকারী পুলিশ কমিশনার, ধানমনন্ডি জোনাল টিম, ডিবি-দক্ষিণ বিভাগ, ডিএমপি, ঢাকা।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-দক্ষিণ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী ট্রাফিক জোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়