রাশিদ রিয়াজ : শ্রীলংঙ্কার সেনাবাহিনী প্রধান লেঃ জেঃ শাভেন্দ্র সিলভার পরিবারের ওপরও এ মার্কিন নিষেধাজ্ঞা দেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে জেনারেল শাভেন্দ্র মানবাধিকার লঙ্ঘন ছাড়াও বিচারবর্হিভুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ২০০৯ সালে শ্রীলঙ্কায় ২০০৯ সালে গৃহযুদ্ধের সময় তিনি এধরনের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। ইয়ন
কিন্তু শ্রীলঙ্কা এধরনের মার্কিন নিষেধাজ্ঞাকে অপ্রয়োজনীয় জটিলতা বলে অভিহিত করেছে।
শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলাইনা টেপলিৎজকে তলব করে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে কলম্বো হতাশ বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিনেশ গুনাবর্ধনা।
শ্রীলঙ্কার তরফ থেকে বলা হয় জেনারেল শাভেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ যাচাই না করেই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অনুচিত হয়েছে।
গত আগস্টে এধরনের অভিযোগে জাতিসংঘের শান্তি মিশন থেকে শ্রীলঙ্কার সেনা মোতায়েন বাতিল করা হয়।
শ্রীলঙ্কার সেনাবাহিনীর ৫৮তম ডিভিশন ২০০৯ সালে দেশটিতে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল বিজয় পেলেও ওই বিদ্রোহ দমনে ৪০ হাজার মানুষ সেনাদের হাতে নিহত হয়।