শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জইশ-ই মোহাম্মদ নেতা মাসুদ আজহার পরিবার নিয়ে লাপাত্তা, ফিনান্সিয়াল এ্যাকশন টাস্ক ফোর্সকে জানালো পাকিস্তান

রাশিদ রিয়াজ : পাকিস্তানে জাতিসংঘের চিহ্নিত ১৬ সন্ত্রাসীর ৭ জন মারা গেছে এবং বাকি ৯ জন জীবিত রয়েছে। বিশে^ সন্ত্রাসের পিছনে অর্থ যোগানের বিষয়টি তদারকি করে এমন সংস্থা ফিনান্সিয়াল এ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফকে জানিয়েছে ইসলামাবাদ। ইয়ন

প্যারিসে এফএটিএফ’এর বৈঠকে পাকিস্তান আরো জানায় জীবিত ওই ৯ চিহ্নিত সন্ত্রাসীর সাতজন জাতিসংঘের কাছে ভ্রমণ ও আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাইদ, লস্কর নেতা হাজি মুহাম্মদ আশরাফ, জাফর ইকবাল, হাফিজ আব্দুল সালাম ভুট্টাভি প্রমুখ।

আল-কায়েদাকে অর্থ যোগানদাতা আব্দুল রেহমানও জাতিসংঘের কাছে এধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।

১৯৯৯ সালে ভারতে মাসুদ আজহার মুক্ত হওয়ার পর জইশ-ই মোহাম্মদ নামে সংগঠনটি গড়ে তোলেন।

এফএটিএফ’এর সপ্তাহব্যাপী বার্ষিক সম্মেলন প্যারিসে সোমবার শুরু হয়েছে এবং তা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। সন্ত্রাসে মদদ দেওয়ার কারণে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফএটিএফ পাকিস্তানকে ধুসর তালিকাভূক্ত করে। এ তালিকা থেকে বের হয়ে আসতে ২৭টি পদক্ষেপ বাস্তবায়ন করতে বলার পর পাকিস্তান ১৬টি বাস্তবায়ন করেছে।

এফএটিএফ’এর এ সম্মেলনের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে, পাকিস্তান ধূসর তালিকা থেকে কালোতে যাবে, নাকি ধূসর দাগ থেকে মুক্তি মিলবে।

অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে ঋণ পাওয়া অনেকটাই নির্ভর করছে এফএটিএফ’র চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়