শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়ল

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. ফজলে কবিরের মেয়াদ সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে। আগামী ৩ জুলাই পর্যন্ত পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। আগামী ২০ মার্চ তার চার বছরের চুক্তিভিত্তিক শেষ কর্মদিবস ছিল। রোববার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আরটিভি

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০(৫) ধারা অনুযায়ী গভর্নরের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (আগামী ৩ জুলাই ২০২০) তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ড. ফজলে কবির। এই চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিপত্রের শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন। ১৬ মার্চ থেকে চার বছরের জন্য ফজলে কবিরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় গভর্নর পদে। মেয়াদ শেষ হওয়ার আগেই স্বপদে স্বল্পকালীন সময়ের জন্য তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

ড. ফজলে কবির ১৯৮০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের রেলওয়ে ক্যাডারে যোগদান করেন। ১৯৮৩ সালে তিনি সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন। ৩৪ বছরের দীর্ঘ চাকরি জীবনে ফজলে কবির বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ ও মাঠপর্যায়ের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে অর্থসচিব হিসেবে যোগদানের আগে তিনি রেল মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়