শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

এম এ হালিম, সাভার প্রতিনিধি: শনিবার (১৫ ফেব্রুয়ারি ) গভীর রাতে আশুলিয়ার বাইপাইল বাগবাড়ী এলাকায় বাসায় ফেরার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার সাংবাদিক মোঃ লোকমান হোসেন খোকা চৌধুরী জাতীয় দৈনিক দেশ রুপান্তেরের আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সাংবাদিক খোকা চৌধুরী জানান, শনিবার গভীর রাতে ইতালি প্রবাসী তার চাচাত ভাই কামাল উদ্দিন চৌধুরীকে নিয়ে রিক্সাযোগে গাজীরচট এলাকার নিজ বাসায় ফিরছিলেন তিনি। এসময় পথিমধ্যে উত্তর গাজীরচটে ৪-৫ জনেরএকদল ছিনতাইকারী ছুরি হাতে পথরোধ করে। পরে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও ব্যাংকের ক্রেডিট কার্ড জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, এসময় তার ভাইয়ের সাথে থাকা নগদ অর্থ এবং মোবাইল ফোনটিও নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ছিনতাইয়ের শিকার সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অপরাধীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়