শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মাঠে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : লা লিগায় টানা পাঁচ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। সানিবতয়াগো বের্নানেউয়ে রোববার রাতে সেল্টো ভিগোর বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করে জিনেদিন জিদানের দল। তবে পয়েন্ট ভাগাভাগি করায় শীর্ষ স্থানে আছে তারা।

অধিকাংশ সময় বলের দখল রাখলেও প্রথমার্ধে আক্রমণে সুবিধা করতে পারেনি রিয়াল। এসময় লক্ষ্যে তারা কোনে শটই নিতে পারেনি। বিপরীতে প্রথম সুযোগেই এগিয়ে যায় সেল্টো ভিগো।

ম্যাচের সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে বুদ্ধিদীপ্ত পাস দেন ইয়াগো আসপাস। অফসাইটের ফাঁদ গলে বলের নিয়ন্ত্রণ নিয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের নিচু শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন স্মলভ।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জালের দেখা পায় রিয়াল। মার্সেলোর কাটব্যাক পেয়ে কাছের পোস্ট দিয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান ক্রুস।

৬৫তম মিনিটে রামোসের সফল স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বেলজিয়ান ফরোয়ার্ড এইডেন হ্যাজার্ডকে সেল্টোর গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৮৫তম মিনিটে সমতায় ফিরে সফরকারীরা। সান্তি মিনার গোলে এই ব্যবধান কমায় তারা।

২৪ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে গেটাফে। অ্যাথলেটিকো মাদ্রিদ ৪০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। চার জয় ও ৯ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে উঠেছে সেল্টো ভিগো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়