শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ক্লাস চলকালীন সময়ে ঘু‌মিয়ে পড়া শিক্ষিকার ছ‌বি ফেসবুকে ভাইরাল

ঠাকুরগাঁও প্রতিনিধি : শ্রেণী কক্ষে চল‌ছিলো পাঠদান। এমন সময়ে নিজের মাথা টে‌বিলে হে‌লিয়ে দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন এক প্রাইমারী স্কুলের শি‌ক্ষিকা।

আর এ ছ‌বি‌টি সামা‌জিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন খোদ বিদ্যালয়‌টির প্রধান শি‌ক্ষিকা নাজমা আখতার। পোষ্ট দেয়া ওই ছ‌বিতে তি‌নি ক্যাপশনে লিখেন, “এভাবে নিয়ম করে ঘুম, ক্লাশে পারভীন, সহ শিক্ষক"।

ছ‌বি‌টি মুহুর্তের মধ্যে সামা‌জিক যোগাযোগ মাধ্যমে ছ‌ড়িয়ে পড়ায় এ নিয়ে আক্ষেপ আর হাস্যরসে মেতে উঠেছেন অনেকেই।

সলেমান আলী নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এ যেন হীরক রাজার দেশ। এখানে মন যা চায় তখন তাই করা যায়। নিয়ম-নী‌তির তোয়াক্কা নেই।

আরেক নে‌টিজেন মন্তব্য করে বলেন, ওই শি‌ক্ষিকাকে ‌টে‌বিলে এক‌টি বা‌লিশ দিলে ঘুম‌টি আরামের হতো।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ছ‌বি‌টি ঠাকু‌রগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

আর ঘটনা‌টি ঘটেছে রোববার (১৬ ফেব্রুয়ারি) ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন আক্তারের ক্লাশ নেয়ার সময়। তবে এ বিষয়ে পারভীন আক্তার জানান, গত কিছু‌দিন ধরে তি‌নি শারী‌রিক দুর্বলতায় ভুগ‌ছিলেন। হঠাৎ শরীর ঝিমু‌নি আসলে প‌রিশান্ত হয়ে তি‌নি টে‌বিলে মাথা রাখেন।

এ বিষয়ে বিদ্যালয়‌টির প্রধান শিক্ষক নাজমা আখতার জানান, সহকারী শিক্ষকের আচরণে অতিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইলে কথা বলা, শিক্ষাথীদের সাথে অশালীন আচরণ, ক্লাশে ঘুমিয়ে পড়াসহ নানা অভিযোগ রয়েছে ওই শি‌ক্ষিকার বিরুদ্ধে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন মন্ডল মুঠোফোনে জানান, আমি নতুন এসেছি। এমন কোন বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবগত করেননি। বিষয়টি আপনার মুখে শুনলাম। আগামীকাল ওই বিদ্যালয়ে যাবো। সম্পাদনা : আলআমিন ভূঁইয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়