শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া ক্ষমা চেয়ে আবেদন করলে বিবেচনা করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আব্দুল্লাহ আল আমীন : খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যদি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন, তাহলে সরকার তার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

রোববার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনবব্যাপী ইসলাহী ইজতেমায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতায় উল্লেখ করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের মানব কল্যাণে সন্ত্রাস জঙ্গীবাদ বিরোধী লাখ আলেম স্বাক্ষরিত ফতোয়া ও কওমী মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতির আদায়ের অবদান রয়েছে।

৩ দিনব্যাপী ইজতেমায় বিদেশের বিশিষ্ট্য আলেমদের মধ্যে ভারতের মাওলানা মুফতী আফফান মনসুরপুরী, সায়্যিদ আস’আদ মাদানী রহ. এর কনিষ্ঠ পুত্র মুফতী মওদুদ মাদানী ইংল্যান্ডের আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির পরিচালক মাওলানা ইমাম ক্বাসিম রশিদ আহমদ।

এ সময় মোনাজাত করেন শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ ময়মনসিংহ-৯ আসনের এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়