শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে আচরণ বদলাতে বললেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী

সিরাজুল ইসলাম: জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্যানেল আলোচনায় প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, তেহরানকে কোনও ব্যক্তিগত বার্তা পাঠায়নি রিয়াদ। তাদের বার্তা পুরোপুরি পরিস্কার। সৌদি গেজেট

প্রিন্স ফারহান বলেন, এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) উত্তেজনা প্রশমনে সৌদি আরব সব সময়ই আগ্রহী। এমনকি যে মুহুর্ত পর্যন্ত ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই, সে সময়ও তারা উত্তেজনা প্রশমন চান। তিনি বলেন, এ অঞ্চলে অস্থিতিশীলতার নেপথ্যে রয়েছে একমাত্র ইরান। দেশটি সব সময় বেপরোয়া আচরণ করছে। তারা বিশ্ব অর্থনীতিকে জন্য হুমকি দিচ্ছে।

ফারহান বলেন, আন্তর্জাতিক সহায়তায় ইয়েমেনে রাজনৈতিক সমাধান চায় সৌদি আরব। আমাদের অবস্থান পরিস্কার- আমরা সব সময়ই রাজনৈতিক সমাধানের সহায়ক। আমরা সব সময় বলে আসছি- আমরা সঙ্কটের রাজনৈতিক সমাধানের পক্ষে। আমরা রাজনৈতিক প্রস্তাবকে প্রাধান্য দিই। আমরা এ বিষয়ে সমর্থন দিয়ে যাব।

তিনি বলেন, হুতিরা ইমেনের স্বার্থ ফোকাস করেছে; ইরানের স্বার্থ নয়। তিনি বলেন, এ বছর জি২০ সম্মেলন আয়োজন করার আকাঙ্ক্ষা রয়েছে আমাদের। আমরা প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি- আপনারা আসুন, আমাদের পুনর্গঠন ও উন্নয়ন দেখে যান।

প্রিন্স ফয়সাল বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অভিন্ন স্বার্থ রয়েছে। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং মার্কিন কংগ্রেসের সঙ্গে আলোচনার ভালো চ্যানেল রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়