শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যাঞ্চলের কাছে বড় হারের শঙ্কায় দক্ষিণাঞ্চল

রাকিব উদ্দীন : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় দিনে ৩৪৭ রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। নাজমুল হাসান শান্তর অপরাজিত ২৫৩ রানে ভর করে ৩৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। এর আগে ১১৪ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিলো দক্ষিণাঞ্চল।

কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৫৯ রান তুলেছে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলের দেয়া ৫০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানেই ওপেনার শাহরিয়ার নাফিসকে হারায় তারা। এরপর বিজয় ও ফজলে রাব্বি জুটি তৈরী করলেও বেশিক্ষণ টিকতে পারেনি। রাব্বি আউট হওয়ার পর ৪৪ রান করে শামসুর রহমানও ফেরেন সাজঘরে। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন বিজয়। মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন মিরাজ।

এর আগে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে টিকে থেকে দলকে বিশাল পূঁজি এনে দিয়েছেন শান্ত। দ্বিতীয়দিনে শতক পূর্ণ করা শান্ত তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি তুলে নেন। ব্যক্তিগত ২৫৩ রান করার পর ইনিংস ঘোষণা করে তারা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন জাবিদ হোসেন। দক্ষিণাঞ্চলের হয়ে ৪টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। এছাড়া ২ উইকেট নেন শফিউল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়