শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি হয়েছে তবু সেটা জানেন না সাদিও মানে

স্পোর্টস ডেস্ক : সাউাম্পটনের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। এক মৌসুমে সেখানে ২৫টি গোল করেছিলেন। পরে যোগ দেন বর্তমান ক্লাব লিভারপুলে। ক্লাব বদলালেও গোলের অভ্যাস বদলাননি এ আফ্রিকান তারকা। গতকাল শনিবার রাতে লিভারপুলকে জেতানো গোলের পরই হয়েছেন শত গোলের মালিক।

ইপিএলে শনিবার রাতেমোহম্মদ সালাহরা নরউইচ সিটির ঘরের মাঠে ১-০তে জয় তুলে নেয়। দলের হয়ে ৭৮ মিনিটে একমাত্র গোলটি করেন সাদিও মানে। ম্যাচে ৬০ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন সেনেগাল তারকা। ১৮ মিনিট পর গোলের সৌজন্যে মানে ইংল্যান্ডে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন। সব টুর্নামেন্টে ধরে সাউদাম্পটনের হয়ে তার গোল ২৫টি। আর লিভারপুলের হয়ে ৭৫টি। এবারে গোলটিও করলেন অসাধারণ একটা লম্বা পাস ধরে টার্ন নিয়ে নিখুঁত শটে।

ম্যাচ শেষে গোলের সেঞ্চুরির কথা মানেকে বলা হতে বিস্মিত প্রতিক্রিয়া জানালেন তিনি, ‘তাই নাকি? সতীর্থদের জন্যই এটা হলো। ভক্তদেরও পাশে পেয়েছি। সবাইকে ধন্যবাদ।’ শুধু মানে নন। লিভারপুলও যেন নজির গড়ার জন্যই এখন ছুটছে। ৪৩ ম্যাচে তারা অপরাজিত। আর্সেনালের ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও হয়তো ভেঙে যাবে এবার। ২৬ ম্যাচে ৭৬ পয়েন্টের রেকর্ডও অন্য ক্লাবের নেই। কোচ ক্লপ অবশ্য নির্বিকার। তিনি কেবল বললেন, ‘রেকর্ড নিয়ে ভাবি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়