শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৫তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে গাল্লিবয়ের জয়জয়কার, সেরা পরিচালক জোয়া আখতার, অভিনেতা রনবীর সিং, অভিনেত্রী আলিয়া ভাট

আসিফুজ্জামান পৃথিল : শনিবার রাতে আসামের গুয়াহাটিতে দেয়া হয়েছে বলিউডের সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম মুম্বাইয়ের বাইরে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে ১০টি পুরস্কার জিতে নিয়েছে গাল্লি বয়। সেরা চলচিত্রের টাশাপাশি সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা অ্যালবাম সবগুলো গুরুত্বপূর্ণ পুরস্কারই পেয়েছে আলোচিত চলচিত্রটি। আলোচিত আরও দুটি চলচিত্র কবির সিং আর উরি দ্য সার্জিকাল স্ট্রাইক পাত্তাই পায়নি গাল্লি বয়ের কাছে।

তবে সমালোচদের চোখে সেরা চলচিত্র গাল্লি বয় নয়। তারা বলছেন ২০১৯ এ বলিউডের সেরা চলচিত্র অনুভব সিনহার আর্টিকেল ১৫ আর অভিষেক চৌবের সনচিরিয়া।

সমালোচক দৃষ্টিভঙ্গিতে সেরা অভিনেতা আর্টিকেল ১৫ এর আয়ুস্মান খুরানা। আর সেরা অভিনেত্রী সান্ড কি আখ এর ভূমি পেডনেকার ও তাপশি পান্নু।

সেরা সঙ্গিত অ্যঅলবমের পুরস্কার পেয়েছে যৌথভাবে গাল্লি বয় আর কবির সিং। গাল্লি বয় এর সঙ্গীত পরিচালক জোয়া আখতার ও অঙ্কুর তিওয়ারি। কবির সিং এর আমাল মল্লিক, বিশাল মিশ্র, সাচেত পরম্পরা এবং অখিল সাচদেব।

সেরা অভিষিক্ত অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্দ কি দার্দ নাহি হোতার, অভিমন্যু দাসানি আর অভিনেত্রী স্টুডেন্ট অব দ্য ইয়ার-২ এর অনন্যা পান্ডে।
এ বছরের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়াড ডেয়েছেন রমেশ সিপ্পি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়