শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনফেরত ১১২জন বাড়ি ফিরছেন আজ

লাইজুল ইসলাম : ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে আশকোনা হজ ক্যাম্প থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) বাড়ি ফিরছেন চীনফেরত ১১২ বাংলাদেশি। উহান থেকে ফিরে আসা ৩১২ জনের মধ্যে ২০০ জন শনিবার রাতে বাড়ি ফেরেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তারা সবাই সুস্থ। তবে আরো কিছু দিন সীমিত চলাচল করা ভালো।

গত রাতে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় হজ ক্যাম্পের সামনে। এক অন্যকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলেন অনেকে। এই চোখের পানি আনন্দের এমটি জানিয়েছেন স্বজনরা। এসময় স্বজনকে কাছে পাওয়ার আনন্দে কেটে যায় করোনার ভীতি। মুহূর্তেই পাল্টে যায় আশকোনা হজ ক্যাম্পের গুমোট পরিবেশ।

এরআগে স্বাস্থ্য অধিদপ্তরে প্রধান ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সকাল পর্যন্ত এখানেই থাকার ব্যবস্থা আছে। যারা এখন চলে যাচ্ছেন তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে। আর যারা থাকবেন তাদের জন্যও সব ব্যবস্থা আছে। রবিবার সকালে তাদের গাড়ি দেয়া হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চীনফেরত ৩১২ জনের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা হয় সবার। পরে দেয়া হয় সুস্থতার সনদ। বিশেষ ফর্মে তথ্য রাখে স্বাস্থ্য অধিদপ্তর। ভীতি কাটাতে চীনফেরত সবার সঙ্গে রাতের খাবার খান চিকিৎসক ও অধিদপ্তরের কর্মকর্তারা। বাড়ি ফিরলেও তাদের সবার খোঁজ রাখবে সরকার। দেয়া হয়েছে আরো দশদিন কিছুটা সতর্ক থাকার পরামর্শও।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি চীনে থাকা ৩১২ জন বাংলাদেশিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত আনা হয়। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয় তাদের। টানা ১৪ দিন পর্যবক্ষেণ শেষে শনিবার তাদের বাড়ি ফেরার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়