শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো ‘আওয়ার মাইন’ এর হ্যাকিংয়ের শিকার বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো ‘আওয়ার মাইন’ নামক এক হ্যাকিং চক্রের শিকার হয়েছে বার্সেলোনার সামাজিক মাধ্যম টুইটার। শনিবার রাতে তাদের বিভিন্ন ভাষার টুইট একাউন্ট হ্যাক করছে এই চক্রটি। এর আগে ২০১৭ সালেও বার্সেলোনার টুইটার হ্যাক করেছিলো ‘আওয়ার মাইন’।
সেবার বার্সেলোনার টুইটার হ্যাক করে তারা বার্তা দিয়েছিলো, ‘পিএসজি থেকে কিনে আনা হবে আর্জেইন্টাইন ফরোয়ার্ড অ্যানজেল ডি মারিয়াকে।’ বলা বাহুল্য, সেটি ছিলো পুরোপুরি ভুল এক বার্তা।

এবারও একাউন্ট হ্যাক করে এক বিভ্রান্তিকর বার্তা দিয়েছে ‘আওয়ার মাইন’। তাও বর্তমান সময়ের হট টপিক নেইমারের বার্সেলোনায় ফেরার বিষয়ে তথ্য দিয়ে। তারা লিখেছে, ‘আমরা অনেক গোপন মেসেজ পড়েছি। সেসব দেখে বলতে পারি, নেইমার ফিরে আসছে ক্লাবে।’

এ তথ্য ঠিক কতটা সত্য, তা সময়ই বলে দেবে। তবে নেইমার বিষয়ক এ বার্তা দেয়ার আগে হ্যাক করার কথাও স্বীকার করে নিয়েছে ‘আওয়ার মাইন’। সে বার্তায় তারা লিখেছে, ‘হাই! আমরা ‘আওয়ার মাইন’। দ্বিতীয়বারের মতো এলাম আমরা। এবার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো ছিলো। তবে সেরা পর্যায়ে যায়নি এখনও।’

শনিবার রাতে গেটাফের বিপক্ষে ২-১ গোলে জেতার পরই বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ বুঝতে পারে তাদের টুইটার একাউন্ট হ্যাক হয়েছে। একাউন্ট উদ্ধার করার পর এ কথা স্বীকারও করে নিয়েছে তারা। ভিন্ন দুই বার্তায় তারা সাইবার নিরাপত্তা আরও জোরদার করার কথা লিখেছে।

বার্সেলোনার পক্ষে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘এফসি বার্সেলোনার টুইটার হ্যাক হয়েছিল। যে কারণে ক্লাবের বাইরের অনেক বার্তাও প্রকাশিত হয়েছে। সেগুলো রিপোর্ট করে মুছে দেয়া হয়েছে। এসব টুইটগুলো ডাটা এনালিটিক্সের তৃতীয় পক্ষের মাধ্যমে করা হয়েছে।’

‘এফসি বার্সেলোনার পক্ষে সাইবার নিরাপত্তার পুনর্বিবেচনা করা হবে এবং তৃতীয় পক্ষের সঙ্গে আমাদের সকল প্রটোকল আবার খুঁটিয়ে দেয়া হবে। যাতে করে এমন ঘটনা পুনরায় না ঘটে এবং আমাদের ভক্তদের সেরা অভিজ্ঞতা উপহার দিতে পারি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়