শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ হাজারে সন্তান বেচতে গিয়ে পুলিশের জালে অভাবী মা

রাশিদ রিয়াজ : কলকাতার উপকণ্ঠে হুগলির কোন্নগরের ১৯ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। পুলিশের কাছে অভিযোগ হয়, ১০ হাজার টাকার বিনিময়ে নিজের পুত্র সন্তানকে বিক্রি করতে যাচ্ছিলেন রাখি দত্ত নামে ওই মহিলা।

এ ঘটনা আগেও ঘটেছে। একবার নয়, একাধিকবার। নির্দ্বিধায় কোলের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে কুণ্ঠিত হননি মা। অবশ্যই টাকার বিনিময়ে। তবু, টাকার লোভে পড়ে নয়। পেটের দুঃসহ জ্বালায়। দু-মুঠো অন্নের সংস্থানে। অভাবী মায়ের চির-চেনা সেই ছবিই দেখল কোন্নগর। ১০ হাজার টাকার বিনিময়ে কোলের শিশুকে বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন এক মা। চাপের মুখে কোলের পুত্রসন্তানকে বিক্রির কথা স্বীকারও করে নেন ওই মা। পুলিশের কাছে তিনি জানান, আর্থিক অনটনের কারণে সন্তান প্রতিপালন তাঁর পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। সেজন্যেই সন্তান বিক্রির সিদ্ধান্ত।

কলকাতার উপকণ্ঠে হুগলির কোন্নগরের ১৯ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। পুলিশের কাছে অভিযোগ হয়, ১০ হাজার টাকার বিনিময়ে নিজের পুত্র সন্তানকে বিক্রি করতে যাচ্ছিলেন রাখি দত্ত নামে ওই মহিলা। তাঁর আরও ৩ সন্তান রয়েছে। চতুর্থ সন্তানের জন্মের পর, আর্থিক চাপে পড়েন। তা থেকেই কোলের শিশুকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন মহিলা।

জিগ্যাসাবাদে পুলিশ জানতে পারে, প্রতিবেশী রুমা মণ্ডলের সাহায্যে সন্তানকে বিক্রির পরিকল্পনা করেন রাখিদেবী। কিন্তু, তা জানাজানি হতে রাখি দত্তের বাড়িতে ভিড় করেন পড়শিরা। তাঁদের চাপে সন্তান বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করে নেন অভাবী মা। প্রতিবেশীরা থানায় খবর দিলে, পুলিশ এসে সেই মহিলাকে এমন কাজ থেকে বিরত করে।

এক রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে বিগত ২০ বছরে ১০ হাজার শিশু বিক্রি হয়েছে। এ রাজ্যে দীর্ঘদিন ধরে একটি সঙ্ঘবদ্ধ চক্র এই কাজ চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়