শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া নয়,যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করছে ইসরাইল: সিআইএ’র সাবেক কর্মকর্তা

ইয়াসিন আরাফাত : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের বিশেষজ্ঞ ফিলিপ জিরাল্ডি বলেছেন, এ পর্যন্ত ইসরাইল দীর্ঘদিন ধরে আমেরিকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপ করে আসছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে নীরব থাকতে পছন্দ করেন এবং এর বিপরীতে তারা রাশিয়াকে দোষারোপ করে আসছেন।

ফিলিপস জিরাল্ডি নামের এই কর্মকর্তা সম্প্রতি লেখা এক নিবন্ধে এসব কথা বলেছেন। নিবন্ধে তিনি আইওয়া অঙ্গরাজ্যের প্রাইমারি ককাশের নির্বাচনী ফলাফলের ব্যাপারে যে সাইবার হামলা হয়েছিল তা তুলে ধরেছেন। সাইবার হামলার কারণে ওই ফলাফল ঘোষণায় দেরি হয়। আইওয়াবাসী তাদের ভোট দেয়ার প্রায় ২১ ঘন্টা পর ভোটের ফলাফল প্রকাশ করা হয়।

প্রাইমারিতে ভোট দেয়ার পর আইওয়ার ভোটারদের ফলাফলের অপেক্ষা
জিরাল্ডি বলেন, যদিও সবসময় ধারণা করা হয় যে, ইসরাইল দীর্ঘদিন ধরে আমেরিকার রাজনীতিতে জড়িত কিন্তু তাদেরকে কখনো জবাবদিহির আওতায় কেউ আনে নি। ২০১৬ সালের নির্বাচনে যা ঘটেছে তাতে ইসরাইলকে দোষারোপ করার চেয়ে তারা বরং রাশিয়াকে দোষারোপ করতে পছন্দ করে।

জিরাল্ডি বলেন, গত সপ্তাহে আইওয়া অঙ্গরাজ্যে প্রাইমারি ককাশে ডেমোক্র্যাট দলের নির্বাচন হয়েছে। সেখানে ভোট দেয়ার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছিল যার সঙ্গে ইহুদি ধনকুবেররা জড়িত। এই ধনকুবেরদের সঙ্গে ইরাইলের উগ্র ডানপন্থী ইহুদি বসতি নির্মাণকারীদের সম্পর্ক রয়েছে যারা বার্নি স্যান্ডার্সের বিরোধিতা করছেন।

সিআইএ'র সাবেক কর্মকর্তা জানান, মোবাইলের অ্যাপ তৈরি করেছিলেন ধনকুবের সেথ ক্ল্যারম্যান যিনি বার্নি স্যান্ডার্সের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিট বুটিজেজকে সমর্থন ও অর্থ দিয়ে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়