শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও মনোনয়ন বঞ্চিত সাঈদ খোকন

ঢাকা টাইমস : আবারো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। মেয়র পদে মনোনয়ন না পাওয়ার পর শূন্য হওয়া ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। তবে, শনিবার রাতে বিশিষ্ট ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিনকে এ আসনে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

এর ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া আসনেও আশাভঙ্গ হলো সাঈদ খোকনের।

গতকাল শুক্রবার বিকালে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে সাঈদ খোকনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ। এবার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাঈদ খোকন। সে সময় তার কণ্ঠে তাকে মনোনয়ন দেয়ার জন্য আকুতি ঝরে পড়ে। যা নিয়ে আলোচনার-সমালোচনার সৃষ্টি হয়।

মেয়র কিংবা সংসদীয় আসনে মনোয়নন না দিলেও অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনকে ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করে দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়