শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে কৃষকের আখ ক্ষেত নষ্ট করার অভিযোগ

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কৃষকের আখ ক্ষেত নষ্ট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শহরের হরিনারায়নপুর কাজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে মাজহারুল ইসলাম, আমির হোসেন, আব্দুল মোমিন সহ অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ১৭৫ জমিতে কৃষক আব্দুল লতিফের রোপনকৃত আখ ক্ষেতে বিষাক্ত স্প্রে করে মাজহারুল ইসলাম, আমির হোসেন, আব্দুল মোমিন সহ আর প্রায় ৮ জন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বাঁধা দিলে তারা এলাকার লোকদের হুমকি দেয়। কৃষকের আখ ক্ষেত নষ্ট হওয়ায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়।

কৃষক আব্দুল লতিফ বলেন, ১৯৬১ সালে জফিরন নেছার কাছ থেকে ১৭৫ শতক জমি ক্রয়ে করে নেন আমার বাবা ইয়াকুব আলী । এরপর থেকে আমরা এই জমিতে বিভিন্ন ফসল আবাদ করে আসছি। কিছুদিন পূর্বেই মাজহারুল ইসলাম, আমির হোসেন, আব্দুল মোমিন সহ আরও অনেকেই আমাদের জমিতে রোপনকৃত সরিষা ক্ষেত নষ্ট করেছে। এখন আবার আখ ক্ষেত নষ্ট করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

অভিযুক্ত মাজহারুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক পিযুষ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়