শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িয়ে আনা কাঠ দিয়ে ব্যাট বানিয়ে খেলা পিতৃহারা শাহাদাত এখন বিশ্বজয়ী

নিজস্ব প্রতিবেদক : অনূর্ধ্ব ১৯ দলের হাত ধরে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার চট্টগ্রামের শাহাদাত হোসেন দিপু।

শাহাদাত হোসেন দিপুর গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ার হাবিলা সদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারান তিনি। কিন্তু বড় ভাই আর মায়ের অনুপ্রেরণা ও পাড়ার বড় ভাইদের নানা সহায়তা নিয়ে একটু একটু করে এগিয়ে আজকের বিশ্বজয়ী শাহদাত।

বাবার মৃত্যুর পর বড় ভাই আবুল হোসেনই সংসারের হাল ধরেন। ব্যাট কেনার সামর্থ্য না থাকায় কুড়িয়ে আনা কাঠ দিয়ে ব্যাট বানিয়ে পাড়ার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতেন দিপু। ক্রিকেটের প্রতি তীব্র ঝোঁক দেখেই বড় ভাই আবুল হোসেন দিপুকে বিকেএসপিতে ভর্তি করান।

ভাড়া অ্যাম্বুলেন্স চালিয়ে সংসার চালান ভাই আবুল হোসেন। ভাইয়ের কীর্তিতে বেজায় খুশি তিনি। আর খুশি শাহাদাতের মেন্টর ক্রিকেটার সুদীপ্ত দেব। ছোটবেলা থেকে সুদীপ্ত দেব শাহাদাতকে ক্রিকেট খেলায় উৎসাহ জুগিয়ে গেছেন।

ছেলের এমন সাফল্যে দীপুর মা ফেরদৌস বেগম বলেন, দীপুর খেলার আগ্রহ ছিলো বেশি। হাতে বানানো ক্রিকেট ব্যাট নিয়ে বিকেএসপি’র ট্রায়াল দিতে যায় সে। তিন মাস ক্যাম্প শেষ করে বিকেএসপি’তে সুযোগ না হওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েছিলো ছেলেটা। পরে পাড়ার ছেলে সুদীপ্ত তাকে ইস্পাহানী ক্লাবে ভর্তি করিয়ে দেন। একমাস বেতন নিলেও পরে ফ্রীতে খেলার সুযোগ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়