শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় যেতে বিকল্প নীতি তৈরি করছি, ছায়া মন্ত্রিসভাও হচ্ছে, বললেন মুজাহিদুল ইসলাম সেলিম

আবুল বাশার নূরু: শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদিঘী মাঠে বিভাগীয় জনসভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম একথা বলেন। ।
তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বামপন্থীদের নেতৃত্বে সরকার গঠনের জন্য সর্বাত্মক আন্দোলন শুরু হয়েছে। দেশ আজ দুইভাগে বিভক্ত।

একদিকে এক শতাংশ লুটেরা ধনী, আরেকদিকে ৯৯ শতাংশ শ্রমিক-কৃষক, মেহনতী মানুষ। আমাদের সংগ্রাম হচ্ছে- ৯৯ ভাগ মানুষকে দেশের ৯৯ শতাংশ সম্পদের অধিকার ফিরিয়ে দেওয়ার। এক শতাংশ মানুষ ৯৯ ভাগ মানুষের সম্পদ লুটেপুটে খাবে, এটা মেনে নেব না। এই সরকার দ্বারা লালিত কিছু কুলাঙ্গার এইদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে।

বিদেশে সম্পদ পাচার বন্ধ করার জন্য একাত্তর সালে যদি অস্ত্র হাতে নিয়ে মুক্তিসংগ্রাম করা যদি ন্যায়সঙ্গত হয়ে থাকে, বাংলার সম্পদ বাংলায় রাখার জন্য একইভাবে মুক্তিসংগ্রামের নতুন অধ্যায় রচনা করা সমস্ত জনগণের কাছে একটা ফরজ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্বাধীনতার ৫০ বছর পার করতে চলেছি। এই ৫০ বছরে আমরা আওয়ামী লীগ-বিএনপি-সামরিক শাসন দেখেছি। আওয়ামী লীগ-বিএনপি দুটোই বুর্জোয়া লুটেরা দল। এদের হাতে মুক্তিযুদ্ধে অর্জন নিরাপদ নয়। এদের হাতে গরীব-মেহনতি মানুষের মুক্তি আসবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। সেই দল এখন বিশ্বাসঘাতকদের নেতৃত্ব দেওয়ার দলে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়