শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯১ দুর্ঘটনায় নিহত ৬২৪, আহত ও নিখোঁজ ১ হাজার ১৮১জন

শরীফ শাওন : সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণে এ তথ্য প্রকাশ পায়।
চলতি বছর এক মাসেই মোট ৫৩১ সড়ক দুর্ঘনায় নিহত হয় ৫৭৪ জন। এতে আহতের সংখ্যা দাড়ায় ১১৪১ জনে। একই সময় রেলপথে মোট ৪৩ দুর্ঘটনয় নিহত হয় ৩৪ জন, আহত ১০ জন। নৌ-পথে ১৭ দুর্ঘটনায় নিহত হয় ১৬ জন, আহত ও নিখোঁজ হয় ৩০ জন।

সড়ক দুর্ঘটনাকবলিতদের মাঝে ১৬১ জন পথচারী, চালক ১৯১, পরিবহন শ্রমিক ৯১, শিক্ষার্থী ১৪৬, শিক্ষক ১০, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ১২, নারী ১৩৯, শিশু ৫৫, সাংবাদিক ২, চিকিৎসক ৫, প্রকৌশলী ১, মুক্তিযোদ্ধা ১ ও রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন ১২ জন।

নিহতদের মধ্যে রয়েছেন চালক ১৪০ জন, পথচারী ১৩৭, নারী ৮২, শিক্ষার্থী ৬৮, পরিবহন শ্রমিক ৪৩, শিশু ৩৭, রাজনৈতিক নেতাকর্মী ৯, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৭, চিকিৎসক ৪, বীর মুক্তিযোদ্ধা ১, শিক্ষক ৭, ও প্রকৌশলী ১ জন।

দুর্ঘটনায় পড়া যানবাহনের মধ্যে ১৭.৭৯ শতাংশ বাস, ২৫.৩৬ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ৫.৯৭ শতাংশ কার-জীপ-মাইক্রোবাস, ৯.১৬ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ২০.৩১ শতাংশ মোটরসাইকেল, ৯.১৬ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ১২.২১ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা।

এর মধ্যে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ৫৯.১৩ শতাংশ, মুখোমুখি সংঘর্ষ১৮.০৭ শতাংশ, খাদে পড়ে ১৭.৭০ শতাংশ, বিবিধ কারনে ৩.৩৮ শতাংশ, চাকায় ওড়না প্যাঁচিয়ে ০.৭৫ শতাংশ এবং ট্রেন-যানবাহন সংঘর্ষের ০.৯৪ শতাংশ দুর্ঘটনা ঘটে।
পরিসংখ্যান অনুযায়ী গত বছর ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে সড়ক দুর্ঘটনার হার ৩.৯১ শতাংশ ও নিহতের হার ২.০৫ শতাংশ বৃদ্ধি পায় এবং আহত ৭.০১ শতাংশ কমেছে। পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ৩.৯৭ শতাংশ, বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ১৭.০৭ শতাংশ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ৮.০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে এই বছর মোট সংঘটিত দুর্ঘটনার ৪১.৬১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ২১.২৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪.৭০ শতাংশ ঢাকা মহানগরীতে, ২.৪৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৯৪ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়।

সড়ক-মহাসড়কের উন্নয়নের ফলে যানবাহনের গতি বাড়ার কারণে জাতীয় মহাসড়কে ১.৬০ শতাংশ, ফিডার রোডে ১.৯১ শতাংশ সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেলেও আঞ্চলিক মহাসড়কে ১.৪৪ শতাংশ সড়ক দুর্ঘটনা কমেছে|

এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ১৬ জানুয়ারি। ওই দিনে ৩২টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ৭৩ জন আহত হয়। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৬ জানুয়ারি। ওই দিনে ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৮ জন আহত হয়।

তথ্যসূত্র : চট্টগ্রাম প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়