শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

সুজন কৈরী : শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর মাতুয়াইলে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় চিকিৎসক মোবারক হোসেনের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান।

মঈনুল ইসলাম নামে নিহতের স্বজন বলেন, ডাক্তার মোবারক হোসেন আমার চাচাতো শালীর স্বামী। তিনি বার্ডেন টু হাসপাতালের এনেস্থেসিয়া স্পেশালিস্ট। আবার মাতুয়াইলের প্রোএ্যাকটিভ মেডিকেলেরও চিকিৎসক। বর্তমানে দক্ষিণ দনিয়ার এ কে উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় থাকেন। গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। ৭ মাস আগে বিয়ে করেন।

তিনি আরও বলেন, মোবারক বৃহস্পতিবারও প্রোএ্যাকটিভ হাসপাতালে ছিলেন। ওইদিন দুপুরে তাকে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে করতে রাত পার হয়ে যায়। এরপর সকালে একটা এসএমএসে বলা হয় ওই হাসপাতালের পরিচালকের কক্ষে তার লাশ পাওয়া গেছে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা গিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।

মঈনুল ইসলাম বলেন, আমাদের ধারণা, মোবারককে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এর বিচার চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়