শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণখানে অর্ধগলিত মা ও দুই সন্তানের লাশ উদ্ধার, স্বামীকে সন্দেহ পুলিশের

ইসমাঈল হুসাইন ইমু : শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণখানের ৮৩৮ নম্বর প্রেমবাগানের চতুর্থ তলার বাসা থেকে মা মুন্নী বেগম (৩৭) এবং তার দুই সন্তান ফারহান উদ্দিন (১২) ও লাইভা ভুঁইয়ার (৩) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। বাংলাট্রিবিউন

সংশ্লিষ্ট সূত্র জানায়, এঘটনায় বাবা রাকিব উদ্দিন ভুঁইয়াকে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। লাশ উদ্ধারের পাশাপাশি তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মা ও মেয়ের লাশ একটি কক্ষের বিছানায় এবং ছেলের লাশ আরেক কক্ষের মেঝেতে পড়ে ছিলো। মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়িও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, বাসা থেকে পচা গন্ধ এলে বাড়িওয়ালার সন্দেহ হয়। এরমধ্যে রাকিব উদ্দিনের ভাই সোহেলও ভাবিদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ওই বাসায় আসেন। বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে চতুর্থ তলার ডান দিকের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ৩ জনের লাশ দেখে পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ গিয়ে লাশ ৩টি উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) এর উপসহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন ভুঁইয়া প্রায় ১০-১২ বছর ধরে ওই বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করে আসছিলেন। সম্প্রতি তিনি বিটিসিএল এর গুলশান কার্যালয় থেকে উত্তরা কার্যালয়ে বদলি হন।

পুলিশের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুর রহমান রিয়েল জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে ওই নারীর স্বামী তথা দুই সন্তানের বাবার খোঁজ করা হচ্ছে।

উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, ধারণা করা হচ্ছে ৩ জনকেই ৩-৪ দিন আগে হত্যা করা হয়েছে। ঘরের ভেতরে ৩টি লাশই ডি-কম্পোস্ট অবস্থায় পাওয়া গেছে। তবে মা ও ছেলের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা খুনিকে ধরতে অভিযান চালাচ্ছি।

নিহত মুন্নী বেগমের ভাই সোহেল আহমেদ বলেন, ‘গত বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে আমরা বোন ও বোনের স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। তাদের মোবাইল ফোন বন্ধ ছিলো। আমরা ভেবেছিলাম হয়তো কোথাও ঘুরতে গিয়েছে। শুক্রবার খোঁজ নিতে এসে লাশ পাই।’

তিনি আরও বলেন, ‘আমার বোন ও বোনের স্বামীর সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিলো বলেই জানতাম। আমরা এখনও বুঝতে পারছি না কারা এবং কেন তাদের হত্যা করলো। এর আগে মাস তিনেক আগে বোনের স্বামী রাকিব একবার অপহরণ হয়েছিলেন বলে বাসায় জানিয়েছিলেন কিন্তু বিষয়টি রহস্যজনক ছিলো। কেন বা কারা কোথায় তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো তা পরিষ্কার করে কিছুই বলতে পারেননি তিনি। পুরো বিষয়টি নিয়ে আমরাও গোলকধাঁধার মধ্যে রয়েছি।’

জানা গেছে, স্বামী রাকিব উদ্দিনের পিতার নাম আশরাফ উদ্দিন ভুঁইয়া। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাতশালা এলাকায়। নিহত স্ত্রী মুন্নী রাকিবের খালাতো বোন ছিলো। প্রায় এক যুগ আগে তারা প্রেম করে বিয়ে করেন।

স্থানীয় মারুফ নামে এক প্রতিবেশী জানান, মাস তিনেক আগে রাকিব উদ্দিন একবার কয়েকদিনের জন্য নিখোঁজ ছিলেন। পরে আবার বাসায় ফিরে আসেন। গত ৩-৪ দিন ধরেও তাকে এলাকায় দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়