শিরোনাম

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালিবানদের সঙ্গে আলোচনার রাস্তা খুলে গেছে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আসিফুজ্জামান পৃথিল : এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাইক এসপার বলেছিলেন, সংঘাতের মাত্রা হ্রাস করতে তারা তালিবানদের দেয়া একটি প্রস্তাবনা বিবেচনা করছেন। সিএনএন
বেশ অনেকদিন ধরেই দুই পক্ষ ১৮ বছর ধরে চলা আফগানিস্তান যুদ্ধ সমাপ্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু উভয় পক্ষকেই বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।
গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তাদের পারস্পরিক আলোচনার মৃত্যু ঘটেছে।

তবে পম্পেও জানিয়েছেন, আলোচনা এগিয়ে নিতে সবুজ সঙ্কেত দেখিয়েছেন ট্রাম্প। তবে এখনও আলোচনা শেষ হয়নি। বা কোনও শান্তি চুক্তির খসড়া তৈরি হয়নি।
পম্পেও বলেন, ‘আমি আশা করছি, সহিংসতা বন্ধ করার মতো একটি স্থানে আমরা পৌঁছাতে পারবো। এটা শুধু কাগুজে বিষয় হয়ে থাকবে না। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।’
এর আগে মঙ্গলবার এক টুইট বার্তায় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাকে বলেছেন আফগানিস্থানে সংঘাত বন্ধের একটি প্রক্রিয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে তালিবানরা। ঘানি জানান, তিনি বিষয়টি স্বাগত জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়